EIIN : 104055
School Code : ‍‍‍‍ BANSKHALI POURASAVA, CHATTOGRAM., BANSKHALI, ; 01712320155
Welcome To Our School

    Welcome To Our School

                বার আউলিয়ার স্মৃতি বিজড়িত,পাহাড়-পর্বত-নদী-খাল ও সাগর বিধৌত চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৬২ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের রয়েছে সমৃদ্ধ ইতিহাস।স্বাধীনতার পূর্ববর্তী সময়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন পটিয়ার কৃতী সন্তান ডাক্তার বিমল কান্তি দাশ।পেশায় চিকি্ৎসক হলেও তিনি ছিলেন অত্যন্ত শিক্ষানূরাগী। এলাকার নারী শিক্ষার করুণ অবস্থা দেখে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। এলাকার স্বনামধন্য শিক্ষানূরাগী, সমাজসেবক ও ধনাঢ্য ব্যক্তিদের সাথে নিয়ে তিনি এ বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। তখন থেকেই এ বিদ্যালয় নারী শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রাখে। এরই স্বীকৃতিস্বরুপ ২০১৭ সালের ৩০ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিদ্যালয়কে সরকারি বিদ্যালয় হিসেবে ঘোষণা করে ।উল্লেখ্য এটিই বাঁশখালীর প্রথম ও একমাত্র সরকারী মাধ্যমিক বিদ্যালয়।