EIIN : 104055
School Code : ‍‍‍‍ BANSKHALI POURASAVA, CHATTOGRAM., BANSKHALI, ; 01712320155
Rules & Regulations

    Rules & Regulations

     

    ইউনিফর্ম /পোষাকঃ সবুজ রংয়ের ফ্রক,সাদা সালোয়ার,সাদাক্রস বেল্ট (বিদ্যালয়ের ব্যাজ সহ),সাদা স্কার্ফ,সাদা কেডস,শীতকালে লাল রংয়ের ফুল হাতা উলের সোয়েটার ।বিদ্যালয়ের নি্র্ধারিত ইউনিফর্ম ছাড়া ক্লাশ কিংবা কোন কার্যক্রমে অংশগ্রহন করা যাবে না।
    * স্কুল আরম্ভ হওয়ার ১০/১৫ মিনিট পূর্বে স্কুলে আস্তে হবে।যথারীতি প্রাত্যহিক সমাবেশে যোগদান করতে হবে।
    * মাসিক বেতন চলতি মাসের ১-৭ তারিখের মধ্যে ক্যশ শাখায় পরিশোধ করতে হবে।
    * মেহেদি,চূল রংকরা,ভ্রূ প্লাক করা,মেক আপ,অংগ-প্রত্যঙ্গে বিভিন্ন দাগ  করে স্কুলে আগমন করা যাবে না।
    * বিদ্যালয়ের প্রবেশের পর ছুটির পুর্ব পর্যন্ত বি্না অনুমতিতে ক্যাম্পাসের বাইরে অবস্থান করা যাবে না।
    * শ্রেণি কক্ষে হৈ চৈ কিংবা অযথা  কোন কথা বলা অথবা শৃংখলা পরিপন্থী কোন কাজ করা যাবে না।*
    *  কোন ছাত্রী মাসে বিশেষ কারণবশতঃএকদিনের বেশি অ নুপস্থিত থাকতে পারবে না।অনুপস্থিতির ছুটি দরখাস্তে প্রকৃত অভিভাবকের স্বাক্ষর নিয়ে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হবে ।
    * একদিনের বেশী অনুপস্থিত ছুটির জন্য প্রধান শিক্ষকের কাছ থেকে পূর্বে ছূটি মঞ্জুর করে নিতে হবে।
    * স্কুল হতে পালালে জরিমানা সহ কঠো্র শাস্তির ব্যবস্থা করা হবে ।
     *শ্রেণি কক্ষ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।মনে রখতে হবে "পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ" ।
    * ছাত্রীদেরকে নিজ নিজ ধর্মের বিধি বিধান মেনে চলতে হবে।মুসলিম শিক্ষার্থীদের যোহরের নামাজ বিদ্যালয়ের ইবাদাত খানায় আদায় করতে হবে।
    * ওয়ার্নিং পডার সাথে সাথে শ্রেণি কক্ষে প্রবেশ করতে হবে।
    * বেঞ্ছ,চেয়ার,টেবিল,দরজা,জানালা,লাইট,ফ্যান,যত্ন সহকারে ব্যবহার করতে হবে।ইচ্ছাকৃতভাবে কোরউ গুলোর ক্ষতি সাধন করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
    * বা্ষিক/ নির্বাচনী পরীক্ষায় কোন বিষয়ে অকৃতকার্য হলে প্রমোশনের জন্য কোন প্রকার সুপারিশ /তদবির গ্রহণযোগ্য হবেনা ।
    *নিয়মিত পডা শিখে ও বাডীর কাজ করে স্কুলে আসতে হবে ।
    *ঘন্টা পডার ৪/৫ মিনিটের মধ্যে কোন শিকক্ষ-শিক্ষিকা ক্লাসে না আসেন,তবে শ্রেণি মনিটরকে সহকারী প্রধান শিক্ষককে অবশ্যই অবিহিত করতে হবে।
    * স্কুল খোলা ও বন্ধের তারিখে কোন ছাত্রী অনুপস্থিত থাকতে পারবে না।
    * স্কুল চলাকালিন কিংবা ছুটির আগে ও পরে কোন শিক্ষার্থী শপিং মল /মা্কেটে ঘুরাঘুরি করতে হবে না।
     * "শৃংখলায় জীবন "ছাত্রীদের মনে রাখতে হবে। মহান আল্লাহ তায়ালার বাণী-"বিশৃংখলা হত্যার ছেয়ে ও মারাত্মক"
    *